অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কৃষ্ণনগরের রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া এলাকায় বুধবার সকালে এক তরুণীর অর্ধদগ্ধ ও অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অজ্ঞাতপরিচয় এই তরুণীর দেহ মিশনপাড়া বারোয়ারির উল্টো দিকে, জেলা পুলিশ সুপারের অফিসের অদূরে পড়ে থাকতে দেখা যায়। মুখ দগ্ধ অবস্থায় থাকার কারণে এখনো পর্যন্ত তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা নাগাদ প্রাতর্ভ্রমণকারীরা প্রথমে ওই দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে মনে করছেন, ধর্ষণ করে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় মিত কুমার মাকোয়ান জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর। তবে দেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ তরুণীর নাম-পরিচয় জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধর্ষণ ও খুনের সন্দেহে বিভিন্ন দিক থেকে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা রয়েছে।
Be First to Comment