প্রবোধ দাস, পুরুলিয়া: ভারতের প্রথম ব্যক্তি হিসেবে মাত্র ১ মিনিটে চক্রাসন যোগ মুদ্রায় ৮৮ বার পুশআপ করে বাজিমাত। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল পুরুলিয়া জেলার আদ্রার প্রত্যন্ত গ্রামের ছেলে পরিতোষ মাহাতো।
পরিতোষের এমন সাফল্যে এখন গর্বিত তার গ্রাম আদ্রার গোয়াড্ডি। অন্যদিকে স্বাভাবিকভাবেই পরিতোষকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবার। ছেলেকে মিষ্টিমুখ করিয়ে আগামীদিনে তার চলার পথে শুভকামনা জানালেন বাবা নন্দ মাহাতো ও মা শ্রীমতি মাহাতো।
পড়াশোনার পাশাপাশি পরিতোষের ছোট থেকেই যোগ ব্যায়ামের প্রতি প্রবল আগ্রহ ছিল। বিভিন্ন প্রান্তে যোগ ব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিতোষের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। আর সেই থেকেই অনুপ্রাণিত হয়ে ১ মিনিটে চক্রাসন যোগ মুদ্রায় ৮৮ বার পুশআপ করার একটি ভিডিও পরিতোষ পাঠায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে। আর সেই ভিডিও বিশ্লেষণ করার পরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ পরিতোষের নজরকাড়া সেই প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার কথা জানান। তারপরই কর্তৃপক্ষের পাঠানো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার হাতে আসে পরিতোষের।

পরিতোষ জানান, “ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম আসায় খুবই ভালো লাগছে। এরপরের স্বপ্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠানো। তবে এগুলো শুধুমাত্র একটা রেকর্ড বা সার্টিফিকেট মাত্র। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই বার্তা আপনারা শরীর চর্চার মধ্য দিয়ে শরীর ও মনকে সুস্থ রাখুন।”



Be First to Comment