অন্ডাল : বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যের স্ত্রীর। এই ঘটনায় জখম হন পঞ্চায়েত সদস্যর শ্যালক।
রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ডাল- উখড়া গ্রামের কাঁকরডাঙ্গা পাড়াতে । আকস্মিক এই মৃত্যুর ঘটনাই এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
জানা গেছে, রবিবার সকাল নটা নাগাদ ঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন উখড়া গ্রামের কাঁকড়াডাঙ্গার বাসিন্দা গায়ত্রী দেবী (৪১)। দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ভাই গুড্ডু বার্নোয়াল । তড়িঘড়ি দুজনকে নিয়ে যাওয়া হয় খান্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে গায়ত্রী দেবীকে মৃত বলে ঘোষণা করেন। জখম গুড্ডুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে।
মৃত গায়ত্রী দেবী উখরা গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিল বার্নোয়ালের স্ত্রী। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে গায়ত্রী দেবীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছট পুজো উপলক্ষে উখড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিল বার্নোয়ালের বাড়িতে টুনি লাইট লাগানো হয়েছিল। সেই লাইটের বিদ্যুতের তার পড়েছিল বাড়ির উঠোনে। রবিবার সকালে অন্য দিনের মতো পঞ্চায়েত সদস্যর স্ত্রী গায়ত্রী দেবী ঘর উঠোন পরিষ্কারের কাজ করছিলেন। সেই সময় হাত দিয়ে সেই বিদ্যুতের তার সরাতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। দিদিকে এই অবস্থায় দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন তার ভাই গুড্ডু বার্নোয়াল। তিনিও তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাদের চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকেরা দৌড়ে আসেন।
সঙ্গে সঙ্গে দুজনকে নিয়ে আসা হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ জানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
Be First to Comment