জলপাইগুড়ি: জেলার স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলিতে মনীষী পঞ্চানন বর্মার ছবি পাঠাবে মনীষীর নামাঙ্কিত স্মারক সমিতি। সদ্য রায়সাহেব পঞ্চানন বর্মার জন্মদিবস ঘটা করে পালন করা হয় সদর শহর ও জেলায়। এই প্রথম অনুষ্ঠানে সামিল হয় বাংলা পক্ষও। পরবর্তীতে এই পরিকল্পনার কথা জানায় মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি।
পরবর্তী প্রজন্মের কাছে মনীষী পঞ্চানন বর্মার পরিচিতি বাড়াতে উদ্যোগ নিয়েছে স্মারক সমিতি। স্কুল, কলেজে ছবি পাঠিয়ে, পড়ুয়ারা যাতে রায়সাহেবকে চিনতে ও জানতে পারে, তার পরিকল্পনা করা হয়েছে। সরকার ও সরকার পোষিত প্রাথমিক স্কুলগুলিতে মনীষীর জন্মদিন ‘পালনীয়’ হিসেবে উল্লেখিত রয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ছুটির ক্যালেন্ডারে। সে দিন বড় আকারের ওই ছবিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান নিয়ে আলোচনা করবেন শিক্ষক-শিক্ষিকারা। হাই স্কুলগুলির ক্ষেত্রেও একই পরিকল্পনা।
এর পাশাপাশি, সরকারি অফিসগুলিতেও পাঠানো হবে রায়সাহেবের ছবি। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি তথা প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মণ বলেন, “পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে রায়সাহেব অনেক কাজ করেছেন। আমরা চাই, তাঁর অবদানগুলি আগামী প্রজন্ম জানুক। তাই এ ধরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”





Be First to Comment