অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: পানাগড় সেনা ছাউনির ২ নম্বর গেট সংলগ্ন জাতীয় সড়কের উড়ালপুলে দুর্গাপুরগামী রাস্তায় আজ দুপুরে ঘটে গেল দুর্ঘটনা। একটি লরি হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে পড়লে পিছনে থাকা জিএসটি আধিকারিকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে।
ঘটনায় গাড়িতে থাকা চারজনের কেউ গুরুতর আহত হননি বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বুদবুদ থানার পুলিশ।
এই দুর্ঘটনার ফলে দুর্গাপুরগামী রাস্তার যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়।





Be First to Comment