পানাগড়: পানাগড় কাণ্ডে অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাঁকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বর্তমানে তিনি থানায় রয়েছেন, যদিও আটকের বিষয়টি এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই একটি সাদা গাড়ির খোঁজ চলছিল। অভিযোগ ছিল, সেই গাড়িতে থাকা যুবকরাই সুতন্দ্রাকে উত্যক্ত করছিল। ইভটিজারদের হাত থেকে বাঁচতে গিয়েই প্রাণ হারান তিনি। ঘটনার দিন চালকের আসনে ছিলেন বাবলু যাদব।
পুলিশ অবশ্য জানিয়েছে, দুই গাড়ির রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটে। এমনকী ইভটিজিংয়ের অভিযোগের বিষয়ে অভিযোগপত্রে কোনও উল্লেখ নেই বলে দাবি করেছে পুলিশ।

এলাকা সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে প্রায় দশ বছর আগে এসে পানাগড় বাজারের কাওয়ারি মার্কেটে এক ব্যক্তির দোকানে কাজ শুরু করেন বাবলু। সেখান থেকে পরে লোহার যন্ত্রাংশ অল্প পরিমাণে কেনাবেচার ব্যবসা শুরু করেন। জানা গিয়েছে, বাবলু যাদব এখন একজন প্রভাবশালী ব্যবসায়ী। গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসা রয়েছে তাঁর। ঘটনার রাতে তিনি এক কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ফেরার পথেই তাঁর গাড়ির সঙ্গে সুতন্দ্রার গাড়ির রেষারেষি হয়।
তবে, সুতন্দ্রার গাড়ির চালকের দাবি, বাবলুর গাড়িতে থাকা যুবকেরাই মৃতাকে উত্যক্ত করছিল। ঘটনায় এখনও নানা প্রশ্ন রয়ে গেছে, যা খতিয়ে দেখছে পুলিশ।




Be First to Comment