ডাক বিভাগের খামে ছৌ নৃত্যের স্রষ্টা গম্ভীর সিং মুড়ার ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: দীর্ঘদিনের দাবি হল পূরণ। পুরুলিয়া জেলার গৌরবময় ছৌ নৃত্য। আর ছৌ নৃত্যের স্রষ্টা গম্ভীর সিং মুড়ার ছবি এ বার ডাক বিভাগের খামে।
পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার উপর বিশেষ খাম প্রকাশ করল ডাক বিভাগ। শনিবার পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই খাম প্রকাশ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশি শালিনী কুজুর। ছিলেন গম্ভীর সিং মুড়ার পরিবারের সদস্যরা।
এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডাক বিভাগের আধিকারিক ও কর্মীরা। গম্ভীর সিং মুড়ার পরিবারের কাছ থেকে জানা যায় যে তাঁরা আজ ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত। এমন উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানায়।
Be First to Comment