গ্রামে চিকিৎসকদের একটি দল। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: বাসি ভাতের পরের দিন থেকেই ডায়রিয়ার প্রকোপে আতঙ্কিত গ্রামবাসী। ঘটনাটি পুরুলিয়ার জেলার লক্ষ্মণপুর গ্রামের।
জানা গিয়েছে, এখনও অবধি আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ জন। লক্ষ্মণপুর নামোপাড়া ও বাউরী পাড়াতে গত সপ্তাহের শুক্রবার বাসিভাতের সন্ধ্যা থেকেই প্রায় ৩০ জন গ্রামবাসীর এই উপসর্গ দেখা যায়। তাদের চিকিৎসার জন্য হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। যাদের মধ্যে বেশ কয়েকজনকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তারপর আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।
গ্রামে আপাতকালীন অবস্থায় জেলা থেকে পৌঁছায় চিকিৎসকদের একটি দল। সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি খাবার ও পুকুরের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অন্য দিকে, ওই গ্রামের ৬৪ বছর বয়সি এক মহিলার পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হওয়াতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
হুড়া ব্লকের বিডিও রফিকুল ইসলাম জানিয়েছেন, ওই গ্রামে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি ট্যাঙ্কারের মাধ্যমে পানীয়জল সরবরাহ করা হচ্ছে প্রতিনিয়ত। হুড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান , সোমবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আরও জানা গিয়েছে প্রায় মোট ১৫ জন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি আরও বলেন, আশাকর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা সব সময় নজরদারি রেখে চলেছেন।
Be First to Comment