সালানপুর: বিদ্যুতের লাইন নিয়ে বিভ্রাট রূপনারায়ণপুরের রূপনগর এলাকায়। এক মাস যাবত ওই এলাকায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয়। কিন্তু রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগে খবর দিলে সঠিক ভাবে তারা কাজ করে না।
এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। গতকাল রাতে রূপনগর এলাকায় কয়েকটি লাইনের ফেজ খারাপ হয়ে যায়। কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোনও লোক পাওয়া যায় না।
এই বিষয় নিয়ে বহুবার রূপনারায়নপুর বিদ্যুৎ বিভাগের এসএসএ-র কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু কোনও কাজ হয়নি বলেই জানিয়েছেন এলাকার মানুষ।তাই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এলাকায় যে ট্রান্সফরমার রয়েছে তা লোড অনুপাতে ছোট, সেটি অবিলম্বে পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার বসানোর দাবি জানায় ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিক্ষোভ তুলে নেওয়ার জন্য পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ উভয়ে দাবি জানায় । শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে এই বিক্ষোভ উঠে যায়। তাঁদের আশ্বাস দেওয়া হয়, অবিলম্বে এলাকার সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



Be First to Comment