প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ছাত্রছাত্রীরা। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: “ভোটের জন্য গবেষণা বন্ধ হবে না। ভোটের জন্য পঠন-পাঠনের ক্ষতি করা যাবে না। গবেষণা বন্ধ করা মেনে নিচ্ছি না মানব না। স্ট্রংরুম হতে দিচ্ছি না দেব না”, এমনই সব স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ছাত্রছাত্রীরা।
ভোটের ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে করতে গিয়ে প্রবল বাধার সম্মুখীন হলেন সরকারি আধিকারিকরা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করতে যান জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। তাঁরা আসার আগেই বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথ বন্ধ করে দেয় পড়ুয়ারা। শুরু হয় প্রবল বিক্ষোভ।
বেশ কয়েকজন শিক্ষকও যোগ দেন ছাত্রছাত্রীদের সঙ্গে। প্রবল বাধার সম্মুখীন হয়ে ফিরে যেতে বাধ্য হন আধিকারিকরা। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কোন প্রশাসনিক আধিকারিক।
বিক্ষোভকারীরা বলেন, পুরুলিয়ায় নির্বাচনের ডিসিআরসি এত দিন পলিটেকনিকে হয়ে আসছে। হঠাৎ করে এবার তা সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করার সিদ্ধান্ত হয়েছে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে চলেছেন এখানকার পড়ুয়ারা। তাঁদের দীর্ঘ দিন শুধু ক্লাসই বন্ধ থাকবে তাই নয়। গবেষকদেরও ভোগ করতে হবে চূড়ান্ত সমস্যা।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের তরফে জেলা শাসককে স্মারকলিপিও দেওয়া হয়। এ দিন শিক্ষক সংগঠনের তরফে রাজা চক্রবর্তী বলেন, “প্রশাসনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। ছাত্রছাত্রীরা এই দাবিতে অনড় রয়েছেন। কোনো মতেই আমরা প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারব না এমনটাই জানাই ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই।”
আরও পড়ুন: পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের স্ট্রং রুমের বিরোধিতায় শিক্ষক মহল
Be First to Comment