মোবাইল ফোন-সহ ধৃত যুবক। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: অপারেশন প্যাসেঞ্জার সেফটি বা যাত্রী নিরাপত্তা অভিযানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনী সব সময় রেল ব্যবহারকারী যাত্রীদের সর্বাত্মক নিরাপত্তার জন্য একটি বহুমাত্রিক ভূমিকা পালন করে আসছে।
এই অভিযানে রেল সুরক্ষা বাহিনী কিশোর-কিশোরীদের উদ্ধার, দালালদের গ্রেফতার, মাদক উদ্ধার, মোবাইল-সহ অন্যান্য হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করার মতো কাজ করে থাকে।
যাত্রী কিংবা রেল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করা ছাড়াও, তাঁদের সাহায্য করার মতো প্রশংসনীয় কাজ করে থাকে আরপিএফের জওয়ানরা।
‘যাত্রী নিরাপত্তা অভিযানে ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবি ও আসানসোল রেলওয়ে সুরক্ষা বাহিনী ওয়েস্ট পোস্টের একটি দল শনিবার আসানসোল স্টেশনে একটি অভিযান চালায়। এই অভিযানে তারা ৭ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক অবস্থায় এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
ওই যুবকের কাছ থেকে দুটি ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই যুবক জেরায় স্বীকার করে, মাত্র কয়েকদিন আগে রেলের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন দুু’টি সে চুরি করেছিল। এই দু’টি মোবাইলের বাজার মূল্য প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা।
যুবকের নাম মহম্মদ আকিব। তার বাড়ি আসানসোল উত্তর থানার রেলপারের আজাদ বস্তিতে। মোবাইল ফোন-সহ যুবককে আরপিএফের ওয়েস্ট পোস্ট আসানসোল রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় । রেল পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে ।
Be First to Comment