Press "Enter" to skip to content

পেঁয়াজের দামে নাজেহাল আমজনতা, জেলাশাসকের নির্দেশে আসানসোল ও বার্নপুর বাজারে হানা টাস্ক ফোর্সের

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল, বার্নপুর শহর সহ শিল্পাঞ্চলের বাজারগুলিতে এই মুহুর্তে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। আলু প্রতি কেজির দাম এই মুহুর্তে ৩২ টাকা থেকে ৩৬ টাকা। সেই দিক থেকে বলা যেতে পারে, উৎসবের মরশুম শেষ হয়ে গেলেও এখন পেঁয়াজের চড়া দামে নাজেহাল আম জনতা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের নির্দেশে আসানসোল ও বার্ণপুরের সবজি বাজারে হানা দিল পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্স। জেলা টাস্ক ফোর্সের সদস্যরা আলু ও পেঁয়াজ সহ সমস্ত সবজির দাম জানতে বাজার পরিদর্শন করেন। তারা বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন। টাস্ক ফোর্সের সদস্যরা জানার চেষ্টা করেন যে, এই মুহুর্তে আলু, পেঁয়াজ সহ অন্য সবজির বাজার দর কেমন। ক্রেতাদের কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

পরে এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এগ্রি মার্কেটিংয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর দিলীপ মন্ডল বলেন, জেলাশাসকের নির্দেশে এগ্রি মার্কেটিং সহ জেলা টাস্ক ফোর্স আসানসোল ও বার্নপুরের বাজার পরিদর্শন করেছে। বাজারে দেখা গেছে, আলু সহ অন্যান্য সবজির দাম বেশ কিছুটা হলেও কমেছে। দু-একটা সবজির দাম এখনো বেশি আছে। তবে পেঁয়াজের দাম এখনো অনেকটাই বেশি আছে। শীতের সবজি বাজারে আসতে আসতে শুরু করেছে । আশা করা হচ্ছে, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সব সবজির দাম উল্লেখযোগ্য ভাবে কমবে।

এদিনের বাজার পরিদর্শনের বিস্তারিত রিপোর্ট জেলাশাসককে দেওয়া হবে। তবে এ বিষয়ে অনাথ দাস নামে এক বিক্রেতার জানান, সবজির দাম এখনো অনেকটাই বেশি আছে। বিশেষ করে ক্রেতারা যে সবজিটা প্রতিদিন কেনেন। সবজি কমবেশি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু কেউ কম পরিমাণে তা কিনলে বেশি দাম নেওয়া হচ্ছে। এটা প্রশাসনের দেখা উচিত বলে বাজারের সাধারণ ক্রেতারাও মনে করেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *