শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতকে। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার বেআইনি অস্ত্র, গ্রেফতার এক যুবক।
গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্য ও তাঁর বিশেষ টিমের হাতে মহিষমারি বাজার এলাকা থেকে ধৃত এক। উদ্ধার একটি ওয়ান শাটার ও এক রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গেল, শুক্রবার রাতে জয়নগর থানার পুলিশের কাছে খবর আসে বেআইনি অস্ত্র নিয়ে অটোয় করে এক ব্যক্তি মহিষমারি থেকে দক্ষিণ বারাশতের দিকে যাচ্ছে। আর সেই খবরের সূত্র ধরে জয়নগর থানার এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ টিম মহিষমারি বাজারে অটোয় নাকা তল্লাশি শুরু করে। আর তাতেই সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে দ্রুত গতিতে অটো চালিয়ে পালাতে দেখে তাকে তাড়া করে ধরে ফেলে পুলিশ
ধৃতের নাম নাম দেবু গায়েন (২৮),বাড়ি জয়নগর থানার সরবেড়িয়ার মলিঘাটি এলাকায়। তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের অটো থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও এক রাউন্ড কার্তুজ।
ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। সে এই বেআইনি অস্ত্র নিয়ে কোথায় ও কার কাছে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ।
Be First to Comment