Press "Enter" to skip to content

এক টাকার পাঠশালা চালু হল আসানসোলে

আসানসোল: বর্তমান বাজারে এক টাকার তেমন কোনো মুল্য না থাকলেও আসানসোলে চালু হয়েছে এক টাকার পাঠশালা। এ উদ্যোগটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই পাঠশালা চালু করা হয়েছে।

তালকুড়ি গ্রাম এবং কালাঝরিয়া গ্রামে এই এক টাকার পাঠশালা শুরু হয়েছে। যেখানে শিশুদের এবং তাদের অভিভাবকদের পড়াশোনা করানো হবে। বর্তমান সময়ে টিউশনের জন্য অনেক পরিবার আর্থিকভাবে অক্ষম, তাই অগ্নিমিত্রা পালের এই উদ্যোগটি তাদের জন্য এক নতুন আশার সঞ্চার করেছে। তিনি জানান, ‘‘ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করলেও তাদের অভিভাবকরা টিউশনের জন্য অর্থ যোগাতে পারেন না। তাই এক টাকার পাঠশালা চালু করা হয়েছে, যেখানে শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও শিক্ষা লাভ করবেন।’’

এই দুটি পাঠশালায় বর্তমানে মোট ৫০ জন পড়ুয়া আছেন। এক টাকার পাঠশালাটি চালু হওয়ায় গ্রামের মানুষদের মধ্যে অত্যন্ত খুশি। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের উপকারে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

এখন দেখার বিষয়, আসানসোল দক্ষিণের এই এক টাকার পাঠশালা কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে এবং এর মাধ্যমে কতজন শিক্ষিত হতে পারবেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *