অভিযোগ, গুলিতে জখম তৃণমূল কংগ্রেসের সমর্থক। প্রতীকী ছবি
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: লোকসভা ভোটের আগে দলীয় পদ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ঘটনায় প্রকাশ, তৃণমূল ও যুব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলে গুলি। গুলিতে জখম তৃণমূল কংগ্রেসের সমর্থক শহিদুল মোল্লা।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বেলেগাছি এলাকায়। আহত শহিদুল মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। মঙ্গলবার আহত তৃণমূল কর্মী ভর্তি আছেন বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাঁর।
পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। জানা যায়, যুব তৃণমূল কংগ্রেসের নেতা করিমুল্লা মোল্লা ও তৃণমূল কংগ্রেসের নেতা শরিফউদ্দিন মোল্লার মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। শুধু গুলি নয়, চপার দিয়ে জখম ব্যক্তিকে বেপরোয়া ভাবে কোপানোর অভিযোগ।
ঘটনাস্থলে যায় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সোমবার সন্ধ্যার শহিদুল মোল্লা যখন মাঠের কাজ সেরে বাড়ির দিকে ফিরছিলেন বাইকে চেপে ঠিক সেই সময় অতর্কিত পিছন থেকে গুলি মারলে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাঁকে চপার দিয়ে কোপানো হয়।
এই ঘটনার জেরে একজনকে সোমবার রাতেই গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয় বারুইপুর থানার পক্ষ থেকে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ চালিয়ে যেতে চায় বারুইপুর থানার পুলিশ।
Be First to Comment