উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার পুলিশের বড়সড় সাফল্য। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক সুন্দরবনে।বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন কোস্টাল থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে গোপন সূত্রে খবর পেয়ে এসআই সুদীপ্ত ভট্টাচার্য ও এসআই প্রশান্ত কুমার দে-সহ পুলিশের বিশেষ টিমের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী।
পুলিশ সূত্রে জানা গেল,শুক্রবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি হেতালখালি ফেরিঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল।পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করে ও তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এরপরে তাকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানা নিয়ে যায়।ধৃতের নাম আবু সিদ্দিক মোল্লা, বাড়ি গোসাবা থানার তারানগর এলাকায়।ধৃতকে শনিবার আলিপুর আদালতে পাঠানো হল।
ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।এব্যাপারে ক্যানিং এসডিপিও রাম কুমার মন্ডল বলেন, ধৃত ব্যক্তি ওই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে নিয়ে আসছিল।কোথায় অপারেশনের প্ল্যান ছিলো সব কিছুর তদন্ত করা হচ্ছে।





Be First to Comment