উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :জয়নগরে নকল এটিএম কার্ড নিয়ে প্রতারনার অভিযোগে গ্রেফতার এক।উদ্ধার ২৪ টি নকল এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন।
পুলিশের কাছ থেকে জানা যায়, বুধবার বেলায় জয়নগর থানার ঢোষা পুলিশ ক্যাম্পের অন্তর্গত ঢোষার হাতচাপড়ি এলাকার বাসিন্দা সহদেব মন্ডল ঢোষা বাজারে পিএনবির একটি এটি এমে টাকা তুলতে যায়, তিনি এটিএম মেশিন সম্পূর্ন ভাবে পরিচালনা না করতে পারায় শুভম মাল নামে এক ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।সে এসে সহদেব মন্ডলের এটিএম কার্ডটি এই সুযোগে হাতে নিয়ে পাল্টে নকল এটিএম কার্ড তাঁর হাতে ধরিয়ে দেয়।সহদেব মন্ডলের সন্দেহ হওয়ায় সে চিৎকার করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা এগিয়ে এসে শুভম মাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৪টি নকল এটিএম কার্ড ও একটি মোবাইল। ধৃত শুভম মাল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার কন্যানগর এলাকার বাসিন্দা।

ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার পুলিশ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।তাঁর সাথে আর কে কে এই কাজে যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।





Be First to Comment