উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : পুলিশের তৎপরতায় মোটরবাইক চুরির কিনারা হয়ে গেল। মোটরবাইক চুরির অভিযোগে দক্ষিণ বারাশত বাজার এলাকা থেকে গ্রেফতার এক।
ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, গত ৮ এপ্রিল জয়নগর থানার দক্ষিণ বারাশত এলাকা থেকে হরিনারায়ণপুর পঞ্চায়েতের রায়নগর নতুনপল্লীর বাসিন্দা কৃষান নস্কর নামে এক ব্যক্তি দক্ষিণ বারাশতে বাজার করতে আসেন সন্ধ্যা বেলায়। বাজারের ভেতর মোটরবাইকটি রেখে বাজার করে ফিরতে গিয়ে দেখেন সেটি চুরি হয়ে গেছে।
এদিক-ওদিকে খোঁজাখুঁজি করে তাঁর মোটরবাইকটি না পেয়ে ৯ এপ্রিল জয়নগর থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন তিনি। আর তাঁর পরে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে এএসআই সমীর চক্রবর্তী তদন্তে নেমে নিজস্ব সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দক্ষিণ বারাশত বাজার এলাকা থেকে মোটরবাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।

ধৃতের নাম আলমগীর মোল্লা, বাড়ি বাসন্তী থানার বটতলা এলাকায়। ধৃতকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতের কাছ থেকে পুলিশ জানার চেষ্টা করছে ওই মোটরবাইকটি চুরি করে সে কোথায় ও কার কাছে বিক্রি করেছে। আর তার সঙ্গে কে কে আছে এই ঘটনায়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।




Be First to Comment