উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দোল উৎসবের আগে পুলিশের তৎপরতায় উদ্ধার বেআইনি মদ,ধৃত এক জয়নগরে।
গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্য ও এস আই সঞ্জিত দাসের তৎপরতায় শুক্রবার রাতে জয়নগর থানার শ্রীকৃষ্ণনগর এলাকা থেকে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ।
ধৃতের নাম বাসুদেব মণ্ডল, বাড়ি জয়নগর থানার উত্তর শ্রীকৃষ্ণনগর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক লিটার বেআইনি মদ।
ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।দোলের আগে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে এ রকম অভিযান চলবে বলে এ দিন জয়নগর থানা সূত্রে জানা গেল।
Be First to Comment