Press "Enter" to skip to content

আবারও দুঃসাহসিক চুরির ঘটনা, ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে

দুর্গাপুর: কয়েক মাস আগে দুর্গাপুর সিটিসেন্টারে অম্বুজা এলাকাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেই দুষ্কৃতীরা এখনও অধরা। তারই মধ্যে অম্বুজা সহ চতুরঙ্গ এলাকার এনসি রায়চৌধুরী রোড এলাকায় আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে ।

সেই একই কায়দায় জানালা কেটে আবারও চুরির ঘটনা ঘটল । দুর্গাপুরের সিটি সেন্টার-এর বেঙ্গল অম্বুজা ও চতুরঙ্গ সংলগ্ন এনসি রায়চৌধুরী এলাকায় দুটি বাড়িতে এমনই চুরির ঘটনা ঘটে ।

জানা গেছে, ওই দুটি বাড়ি থেকে কাঁসার বাসনসহ ১৭ হাজার টাকা চুরি হয়েছে । এনসি রায়চৌধুরী এলাকার বাড়ির মালকিন নমিতা চক্রবর্তীর অভিযোগ,বৃহস্পতিবার ভোর বেলায় যখন ঘুম থেকে ওঠেন তখন ওপর থেকে থালা-বাসন পড়ার আওয়াজ পান। তা দেখেই বাড়ির দরজা খোলেন। তখনই দেখেন দুষ্কৃতীরা পালাচ্ছে। বাড়ির অন্যান্য সদস্যরা ওপরে গিয়ে দেখেন আলমারি ভাঙা হয়েছে । সেই আলমারি থেকে ৯ হাজার টাকা উধাও হয়ে গেছে ।

আর অম্বুজা এলাকার বাড়ির মালকিন ইন্দ্রানী দে জানান, তাঁরা সকালে উঠে বুঝতে পারেন একটা ঘরের দরজা ভেতর দিক দিয়ে বন্ধ। বাড়ির বাইরে বের হতেই দেখেন একটা জানালা কাটা। তারপর ওই বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পান, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ।

ভাঙা হয়েছে আলমারি আর খাটও। আলমারি ভেঙে প্রায় ৮ হাজার টাকা এবং ওই ঘরে থাকা মূল্যবান বাসনপত্র চুরি হয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও দেখা গিয়েছে রাত ২টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে ।নির্বাচন পর্ব মিটতে না মিটতেই এই চুরির ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরে ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *