উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আইন শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মানুবর্তিতা-সহ একাধিক বিষয়কে সামনে রেখে সরকারি উদ্যোগে সিভিক ভলান্টিয়ারদের এক পক্ষকাল ব্যাপী ট্রেনিং চলছে বকুলতলা থানার নিমপীঠ রামকৃষ্ণ বিবেকানন্দ ময়দানে।
বারুইপুর পুলিশ জেলার জয়নগর, বকুলতলা, কুলতলি ও মৈপীঠ উপকূল থানার সিভিক ভলান্টিয়াররা এই ট্রেনিংয়ে অংশ নিয়েছে।
বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, এই ট্রেনিংয়ে জয়নগর থানা থেকে ২০ জন, বকুলতলা থানা থেকে ১৫ জন, কুলতলি থানা থেকে ২০ জন, মৈপীঠ উপকূল থানা থেকে ৫ জন এবং জয়নগর সাব ট্রাফিক গার্ড থেকে ১০ জন মোট ৭০ জন সিভিক ভলান্টিয়ার এই ট্রেনিংয়ে অংশ নিয়েছে।

আগামী ২ অক্টোবর পর্যন্ত এই ট্রেনিং চলবে বলে জানা গেল।




Be First to Comment