Press "Enter" to skip to content

সহরায় উপলক্ষে হাট শুরু বার্নপুরের হারামডি গ্রামে

বার্নপুর : সাঁওতাল আদিবাসীদের শ্রেষ্ঠ উৎসব “সহরায়” উৎসব । সহরায় উপলক্ষে বার্নপুরের হারামডি গ্রামে হাট শুরু হয়েছে ।

এই হাটে রয়েছে আদিবাসী মহিলাদের হাতের তৈরি নানান জিনিসপত্র। এছাড়াও জামা কাপড় ও গরম বস্ত্র বিক্রি করা হচ্ছে। সাল পাতা, দাঁতন, সহ নানান খাওয়া-দাওয়ার জিনিসপত্র দেদার বিকোচ্ছে।

এককথায় বলতে গেলে দেশীয় জিনিসপত্র বিকোচ্ছে। “লাকচার সামলেৎ” এর উদ্যোগে করা হয়েছে । এই হাট চলবে আগামী সহরায় উৎসবের আগের দিন পর্যন্ত । সাঁওতাল আদিবাসীরা প্রচণ্ড উৎসাহে উপভোগ করছেন ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *