সালানপুর : বাড়িতে মাটির উনুনে আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। আসানসোলের সালানপুর থানার নাকড়াঝড়িয়ার বাসিন্দা মৃতার নাম রীনা মন্ডল (৬৫)।
শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুরের রীনা মন্ডল গত ২৮ ডিসেম্বর রাতে বাড়ির উঠোনে মাটির উনুনে আগুন পোহাচ্ছিলেন। সেই সময় আচমকাই সেই আগুন বৃদ্ধার গায়ের কাপড়ে লেগে যায়।
চিৎকার শুনে বাড়ির লোকেরা ছুটে আসেন। তারা আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে সেখানে বৃদ্ধার মৃত্যু হয়।





Be First to Comment