অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : বাড়ির সামনে মোটরবাইকের ধাক্কার কারণে মৃত্যু হল এক বৃদ্ধের। আসানসোল উত্তর থানার রেলপারের চাঁদমারির বাসিন্দা মৃত বৃদ্ধের নাম মহম্মদ আহমেদ (৭৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল বাড়ির সামনে একটি মোটরবাইক ধাক্কা মারে আসানসোলের রেলপারের চাঁদমারির বাসিন্দা মহম্মদ আহমেদকে। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসায় তেমন সাড়া না মেলায় পরে তাঁকে আসানসোল জেলা হাসপাতাল থেকে নিয়ে গিয়ে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখান থেকে পুনরায় গত ৯ এপ্রিল তাকে আবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে ঈদের দিন তাঁর মৃত্যু হয়।




Be First to Comment