উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : একটি বাড়ির একাংশ থেকে তেল বেরোনো নিয়ে হইচই রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। আর এই ঘটনা চলে আসছে এক বছর ধরে।
রাজপুর সোনারপুর পুরসভার নরেন্দ্রপুর থানার এলাকায় ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে এই ঘটনায় হইচই হতেই যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের প্যাথলজি বিভাগের সদস্যেরা আসেন। তাঁরা নমুনা সংগ্রহ করে জানিয়েছেন, এখানে খনিজ কোনো পদার্থ নেই।
তারপরেও মঙ্গলবার ওই বাড়িতে নমুনা সংগ্রহ করতে আসেন ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-র কয়েকজন আধিকারিক। তাঁরা এদিন ওই বাড়ির তেল পড়ার ওই অংশ থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন এবং সেটি পরীক্ষাগারে পরীক্ষা করার পরেই জানা যাবে আসল কারণ।

রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তাঁরা প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তাঁরা খেয়াল করেন তাঁদের বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি তাঁরা জানান স্থানীয় পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়।

যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের নমুনা বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য এদিন বাড়িতে আসেন। ঘটনাস্থলে যান রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ।পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। আর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়। ভিড় করছেন আশেপাশের এলাকার মানুষ।




Be First to Comment