উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: বাঘের মতন বাড়ল সুন্দরবনে কুমিরের সংখ্যাও। খুশি পর্যটক থেকে শুরু করে সুন্দরবনবাসী।
পরিসংখ্যান বলছে, সুন্দরবনে বাঘের মতো বাড়ছে কুমিরও। এ বারের গণনায় খোঁজ মিলেছে ১৬৮টি কুমিরের।কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়েছে। তবে বন দফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরও বেশি হবে। অর্থাৎ, সুন্দরবনের ডাঙায় বাঘের মতো এ বার জলেও কুমির বেড়েছে।
১২ বছর পর এ বছর হয়েছিল এই কুমির গণনা। সেই গননা থেকে এই তথ্য উঠে এসেছে। এই গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র, বাসস্থান, খাদ্য তালিকা-সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার। এ বার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা।
এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বললেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে। সরাসরি দেখে ও এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ২০১২ সালের পরে এ বছর এই গণনার কাজ করা হয়েছে। ৩১টি দল তিন দিন ধরে এই কাজ করেছিল। আর সুন্দরবনে বাঘের মতন কুমিরের সংখ্যা বাড়ায় খুশি পর্যটকেরা।
Be First to Comment