Press "Enter" to skip to content

সুন্দরবনে বাঘের মতো বাড়ল কুমিরের সংখ্যাও

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: বাঘের মতন বাড়ল সুন্দরবনে কুমিরের সংখ্যাও। খুশি পর্যটক থেকে শুরু করে সুন্দরবনবাসী।

পরিসংখ্যান বলছে, সুন্দরবনে বাঘের মতো বাড়ছে কুমিরও। এ বারের গণনায় খোঁজ মিলেছে ১৬৮টি কুমিরের।কুমির গননায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়েছে। তবে বন দফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরও বেশি হবে। অর্থাৎ, সুন্দরবনের ডাঙায় বাঘের মতো এ বার জলেও কুমির বেড়েছে।

১২ বছর পর এ বছর হয়েছিল এই কুমির গণনা। সেই গননা থেকে এই তথ্য উঠে এসেছে। এই গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র, বাসস্থান, খাদ্য তালিকা-সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার। এ বার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা।

এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বললেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে। সরাসরি দেখে ও এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ২০১২ সালের পরে এ বছর এই গণনার কাজ করা হয়েছে। ৩১টি দল তিন দিন ধরে এই কাজ করেছিল। আর সুন্দরবনে বাঘের মতন কুমিরের সংখ্যা বাড়ায় খুশি পর্যটকেরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *