অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : তুর্থ দফায় আগামী ১৩ মে আসানসোল এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। তারজন্য আজ, ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) শুরু হয়ে গেল মনোনয়ন জমা।
প্রথম দিনেই বহুজন মুক্তি পার্টির প্রার্থী মনোনয়নের জন্য জেলাশাসকের কার্যালয়ে এসেছিলেন। দলীয় কর্মীরা নিয়ম অনুযায়ী তাঁর সঙ্গে উপস্থিতও ছিলেন। তবে সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় তার মনোনয়ন জমা হয়নি। জানা গেছে, শুক্রবার পুনরায় জমা দিতে ওই প্রার্থী আসবেন ।
আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটে লড়াইয়ের জন্য বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে । আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে এই কাজ হচ্ছে।

লোকসভা নির্বাচন ২০২৪
আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রের চতুর্থ দফায় নির্বাচন হবে। ওই দিনই দূর্গাপুর বর্ধমান কেন্দ্রেরও নির্বাচন হবে। তারজন্য পূর্ব বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ থেকে শুরু হয়েছে।
জানানো হয়েছে, ২৫ এপ্রিল পর্যন্ত এই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হবে। পরের দিন ২৬ এপ্রিল জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি বা পরীক্ষা করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন। সেদিন বিকেলের পরে কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থীদেরকে প্রতীক দেওয়া হবে।



Be First to Comment