অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : আজ, শুক্রবার আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়াইয়ের জন্য শুক্রবার দুই প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিলেন। তাঁরা হলেন বহুজন মুক্তি পার্টি বা বিএমপির দীপিকা বাউরি ও এসইউসিআইয়ের অমর চৌধুরী।
এ দিন তাঁরা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও এস পোন্নাবলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের সঙ্গে নিয়ম মেনে এজেন্ট ও প্রস্তাবক ছিলেন।
জানা গেছে, এই নিয়ে দ্বিতীয়বার এসইউসিআইয়ের অমর চৌধুরী লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামলেন।

প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রের আগামী ১৩ মে ভোটের জন্য নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করেছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। তা চলবে আগামী ২৫ এপ্রিল দুপুর তিনটে পর্যন্ত। ২৬ এপ্রিল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে।




Be First to Comment