সালানপুর: পুলিশ প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল টোটো ও অটো চালকদের। মানা হচ্ছে না “নো পার্কিং বোর্ড” নির্দেশ, তাই বাড়ছে রাস্তায় জ্যাম।
বহু চেষ্টা করার পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ, কিছুতেই যানজট মুক্ত হচ্ছে না সালানপুর ব্লকের রূপনারায়নপুর ডাবরমোড় সংলগ্ন মোড়। কিছুদিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রূপনারায়নপুর ডাবর মোড়ের বিভিন্ন জায়গায় জায়গায় “নো পার্কিং বোর্ড” লাগানো হয়। এবং রাস্তার দুই পাশে অযথা দাঁড়িয়ে থাকা টোটো ও অটো এবং বিভিন্ন ধরনের যানবাহন চালকদের পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যে সমস্ত জায়গায় “নো পার্কিং বোর্ড” ঝোলানো রয়েছে, সেই সমস্ত জায়গায় কোনও রকম যানবাহন দাঁড় করানো যাবে না।
কিন্তু সেই বোর্ড ঝোলানো বেশ কয়েকদিন কেটে গেলেও তার কোনও ফল এখনো পর্যন্ত দেখা যায় না। আগের মতই সমস্ত গাড়ি অটো-টোটো’রা যানজটের সৃষ্টি করছিল তা এখনো অব্যাহত রয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রূপনারায়নপুরের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়ি মালিকদের সঙ্গে বহুবার মিটিং করেছে, তাদেরকে অন্যত্র স্ট্যান্ড করবার আবেদন জানানো হয়েছে।কিন্তু সেই বিষয়েও কোনও ফলাফল দেখা যায়নি।অবশেষে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।





Be First to Comment