কাঁকসা: বিগত বছরগুলিতে কাঁকসার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
সেই কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি কাঁকসার বিদ বিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন রুটের বাস মালিকরাও পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এই বাসগুলিতে কোনও পরীক্ষার্থী উঠলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোনও ভাড়া। পরীক্ষার্থীরা যাতে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্য পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে থেকে চালানো হচ্ছে অতিরিক্ত বাস। ছুটির সময়ও চালানো হচ্ছে পরবর্তী দু’ঘণ্টার জন্য অতিরিক্ত বাস।
বিদ বিহারের শিবপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে এবং বাস ইউনিয়নে করা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। ইংরাজি পরীক্ষার দিন উপহার হিসাবে দেওয়া হচ্ছে পেন, ফুল, টিফিন আর জলের বোতল। বাস ইউনিয়নের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা।

পরীক্ষার্থী সজল বাগদী ও পূর্ণিমা লোহার বলে,”এই উদ্যোগ সত্যিই অসাধারণ। বাড়ি থেকে বেরিয়ে সময়ে বাস পাচ্ছি। সময়ে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে যাচ্ছি। কোনও ভাড়া নেইনি বাসের কাকুরা। আমাদের উপহারও দিচ্ছে।”
বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,”সরকার তো সমস্ত রকম ভাবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীদের কোনও ভাড়া না লাগে সেই ব্যবস্থা করা হয়েছে। বাসের মালিকরাও পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বাসের মধ্যে পর্যাপ্ত ওষুধ এবং পানীয় জল রাখা হচ্ছে। টিফিন, জলের বোতল, ফুলও দেওয়া হচ্ছে আমাদের কার্যালয়ের সামনে।”




Be First to Comment