নিরজারা মন্ডল। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: প্রাথমিক স্কুলের প্রতিযোগিতা থেকে লড়াই চালিয়ে দৌড়ে রাজ্যস্তরে জয়নগরের মেয়ে নিরজারা মন্ডল।
অসামান্য প্রতিভা। বিদ্যুতের গতিতে ছুটতে পারে সে। নিজস্ব প্রতিভার জোরে জয়নগরের নিরজারা এখন পৌঁছে গিয়েছে রাজ্য স্তরের দৌড় প্রতিযোগিতায়। জয়নগর থানার জয়নগর- ১ ব্লকের ঢোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম তিলপি। সেখানেই দরিদ্র সংখ্যালঘু পরিবারে জন্ম নিরজারা মন্ডলের।
বর্তমানে তিলপি জে এম ব্রাঞ্চ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিরজারা পড়াশোনায় মেধাবী, একইসঙ্গে খেলাধুলোতেও সমান প্রারদর্শী। নিরজারার বাবা আজিজুর রহমান চাষবাস করে সংসার চালান। মা রশিদা বিবি গৃহবধূ। নিরজারার এক বোন ও এক ভাই রয়েছে।
কয়েক দিন আগে প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল। সেখানে জেলাস্তরে বালিকা ‘খ’ বিভাগে ২০০ মিটার দৌড়ে প্রথম হয় নিরজারা। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের চূড়ান্ত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। আর সেখানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে নিরজারা।
জয়নগরের এই অখ্যাত তিলপি গ্রামের খুদে মেয়ে নিরজারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় সুযোগ পাওয়ায় খুশি গ্রামের সকলে। ছোট্ট নিরজারাও চায়, এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন হতে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় কোনো খামতি রাখতে চায় না নিরজারা। কারণ তাঁর ইচ্ছে বড় হয়ে স্কুলের দিদিমণি হওয়ার।
Be First to Comment