আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। ছবি: প্রতিবেদক
প্রবোধ দাস, পুরুলিয়া: কত ভোট এল আর কত ভোট গেল! কেউ কথা রাখেনি। দীর্ঘ কংগ্রেস ও বাম আমল থেকে গ্রামে বেহাল অবস্থায় থাকা রাস্তার অবশেষে লোকসভা নির্বাচনের আগে হাল ফেরাল রাজ্য সরকার।
রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রায় ২ লক্ষ ৫৮ হাজার টাকা আর্থিক বরাদ্দে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের দলদলী অঞ্চলের ভাগাবাঁধ গ্রামের নামোপাড়াতে সেই নবনির্মিত ঢালাই রাস্তার আজ, সোমবার আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু।
এলাকার বিশিষ্ট সমাজসেবী বাণীব্রত মণ্ডলের প্রচেষ্টায় অবশেষে গ্রামে ঢালাই রাস্তার নির্মাণ হওয়ায় এ দিন সেই নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করতে মন্ত্রী সন্ধ্যারানী টুডু গ্রামে পৌঁছাতেই তাঁকে ঘিরে আনন্দ-উচ্ছাসে মেতে উঠেন গ্রামবাসীরা। মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে মন্ত্রীকে স্বাগত জানানো হয় গ্রামে।
ভাগাবাঁধ গ্রামের নামোপাড়ায় নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বিশিষ্ঠ সমাজসেবী তথা আদিবাসী নেতা গুরুপদ টুডু-সহ হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো ও সুভাষ মাহাতো এবং এলাকার বিশিষ্ঠ সমাজসেবী বাণীব্রত মণ্ডল, ভাগাবাঁধ বুথের অবজারভার বাসুদেব মণ্ডল, পঞ্চায়েত সদস্য বিকাশ বাউরি ও গ্রামের বিশিষ্ঠ ব্যক্তি বিদেশি বাউরি ও অন্যরা।
দীর্ঘদিন পর গ্রামে পাকা রাস্তা পাওয়ায় এ দিন গ্রামবাসীরা আনন্দ-উচ্ছাসে মেতে উঠে মন্ত্রী সন্ধ্যারানী টুডুর পাশাপাশি ধন্যবাদ জানান এলাকার বিশিষ্ট সমাজসেবী বাণীব্রত মণ্ডলকেও। এলাকার মানুষদের দাবি, এই রাস্তা বেহাল থাকার জন্য বহু অসুবিধার সম্মুখীন হয়েছেন তাঁরা। গর্ভবতী মায়েদের থেকে শুরু করে অসুস্থ মানুষদেরও কী অসুবিধা হতো, সেটা একমাত্র তাঁরাই জানেন। তাঁরা শুধু চেয়েছিলাম আমাদের এই রাস্তাটি। কিন্তু কেউ করেনি আর আজ এই রাস্তা পেয়ে যে হারে খুশি তা বলে প্রকাশ করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেন তাঁরা।
Be First to Comment