অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বার্নপুর: ২০২৩ – ২৪ আর্থিক বছরে অর্থাৎ ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপি উৎপাদনে এক নতুন নজির সৃষ্টি করল। কারখানা বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি করেছে।
বি পি সিংয়ের (ডিরেক্টর-ইন-চার্জ, বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট) দক্ষ নেতৃত্বে ইস্কো স্টিল প্ল্যান্ট এই রেকর্ডগুলি অর্জন করেছে বলে জানানো হয়েছে ।
যেমন, কারখানায় কোক ওভেন ব্যাটারি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৭৬টি পুশিং হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে। এটা প্রতিদিন ওভেন পুশিং-এর রেকর্ড। যেখানে এর আগের সেরা বা সর্বোচ্চ ছিল ২০২১-২২ সালে প্রতিদিন ২৭৫টি পুশিং ।

এছাড়া ৪.৩৯৮ মেট্রিক টন সিন্টার উৎপাদন হয়েছে গত আর্থিক বছরে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ২০২২-২৩ আর্থিক বছরে ৪.৩৯৬ মেট্রিক টন সিন্টার উৎপাদন ছিল। আগের এই সেরা উৎপাদনকে ছাড়িয়ে গেছে ২০২৩-২৪ এর উৎপাদন ।
একইভাবে এই আর্থিক বছরে ২.৭২ মেট্রিক টন সর্বকালের সর্বোচ্চ গরম ধাতু উৎপাদন হয়েছে। এই উৎপাদন ২০২২ -২৩ আর্থিক বছরের ২.৫৯ মেট্রিক টনের উৎপাদনকে ছাড়িয়ে গেছে৷
এছাড়া, ২০২৩-২৪ আর্থিক বছরে ২.৫৩ মেট্রিক টন অশোধিত ইস্পাত উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড । যা ২০২২-২৩ সালে ২.৪৩ মেট্রিক টনের সেরা উৎপাদনকে পেছনে ফেলে দিয়েছে । ওয়্যার রড মিলের সর্বোচ্চ উৎপাদন হল ০.৪৮ মেট্রিক টন। ২০২২-২৩ আর্থিক বছরে ০.৪৭ মেট্রিক টন উৎপাদন হয় ওয়্যার রডে।
এযাবৎকালের সর্বোচ্চ বার মিল উৎপাদন হয়েছে গত আর্থিক বছরে ০.৮০ মেট্রিক টন। যা ২০২২-২৩ আর্থিক বছরের ০.৭৮ মেট্রিক টনের উৎপাদনকে ছাড়িয়ে গেছে।
ইউনিভার্সাল সেকশন মিলের সর্বোচ্চ উৎপাদন হল ০.৪৬ মেট্রিক টন। যা ২০২২-২৩ সালের ০.৩৬ মেট্রিক টনের সেরা উৎপাদনকে ছাড়িয়ে গেছে। ২০২২-২৩ সালে ১.৬০ মেট্রিক টন ফিনিসড স্টিল উৎপাদন হয়েছিল। ২০২৩-২৪ আর্থিক বছরে এর উৎপাদন হয়েছে ১.৭৩ মেট্রিক টন যা এযাবৎকালের সর্বোচ্চ উৎপাদন। ২০২৩-২৪ আর্থিক বছরে ২.৪১০ মেট্রিক টন, এ যাবৎকালের সর্বোচ্চ বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদন। যা ২০২২-২৩ সালে ২.৩২ মেট্রিক টনের সেরা উৎপাদনকে ছাড়িয়ে গেছে।




Be First to Comment