নতুন বহির্বিভাগ। ছবি: প্রতিবেদক
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন বহির্বিভাগের উদ্বোধন করলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার।
মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছিল। ফলে এমারজেন্সির সামনে প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছিল সকলকে। তাই একটু ফাঁকা জায়গাতে বড় করে নতুন বহির্বিভাগের প্রয়োজন ছিল।
কবিবাবু বলেন, তিনি তাঁর বন্ধু শিল্পপতি সন্দীপ দে-কে এই বিষয়টি জানিয়েছিলেন। এই প্রস্তাবে রাজি হয়ে যান উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় বলরাম দে-র দুই পুত্র সন্দীপ দে ও বিশ্বরূপ দে। তাঁদের সিদ্ধান্তে তাঁদের স্বর্গীয় পিতার স্মৃতিতে সিএসআর প্রজেক্টের মাধ্যমে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করে এই নতুন বহির্বিভাগটি বানিয়ে দিলেন তাঁরা।
জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করেন রাজ্যে দুই মন্ত্রী-সহ পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবালম এস, দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুরের পুর প্রশাসকের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ আরও বিশিষ্ট সরকারি আধিকারিক-সহ বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ হাসপাতাল সুপার।
কবিবাবু জানান, এই বহির্বিভাগটি কয়েকদিন আগে চালু হয়ে গেল, তাতে সাধারণ মানুষ খুব খুশি | এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী।
Be First to Comment