অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জয়নগর: আইএসএফ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন।
তাঁদের প্রার্থীকে জয়ী করলে বৈজ্ঞানিক উপায়ে কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন নওশাদ সিদ্দিকি।
বুধবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে এক বিশাল সমাবেশে এই আহ্বান জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রনটের চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকি।
তিনি বলেন, কোনও মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন।
তিনি আরও বলেন, লোকসভার মধ্যে জনগণের প্রতিনিধি পাঠানো জরুরি। সেইজন্য খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীদের জয়ী করা প্রয়োজন।

বিধায়ক নওশাদ সিদ্দিকি সুন্দরবন এলাকার নির্দিষ্ট সমস্যাগুলি তুলে ধরে বলেন, প্রায়শ নোনা জল ঢুকে শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়। বন্যা হয়ে গ্রাম তলিয়ে যায়, সেজন্য বৈজ্ঞানিক উপায়ে কংক্রিটের বাঁধ নির্মাণ অতি প্রয়োজন। এর আগে ১৭ বার এই এলাকা থেকে সাংসদ হয়ে যারা দিল্লী গেছেন, তাঁরা এই বিষয়ে কোনও উদ্যোগ নেননি। আইএসএফ কে জিতিয়ে সংসদে পাঠালে এই কাজটি অতি গুরুত্বের সঙ্গে দেখভাল করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন ।
তিনি তৃণমূল কংগ্রেসের তুমুল সমালোচনা করে বলেন, সিএএ-র ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে তারা। কিন্তু সংসদের মধ্যে এই বিষয়ে ওই দলের ভূমিকা অতি ন্যাক্কারজনক। তীব্র দাবদাহকে উপেক্ষা করে নারীপুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ আজকের এই সমাবেশে যোগ দেন ।
প্রার্থী মেঘনাদ হালদার ছাড়াও আজকের এই সমাবেশে আইএসএফের দক্ষিণ ২৪ পরগণা জেলার সভাপতি আবদুল মালেক মোল্লা-সহ অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ।




Be First to Comment