Press "Enter" to skip to content

জাতীয় সড়ক, বিমানবন্দর সব জলমগ্ন, বৃষ্টিতে বিপর্যস্ত শিল্পাঞ্চলের জনজীবন

দুর্গাপুর : বৃহস্পতিবার রাত থেকে ১২ ঘন্টা বৃষ্টিতে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। জল নিকাশির জায়গা জবরদখল হয়ে যাওয়ায় শিল্পাঞ্চলের বহু এলাকা জলের তলায় চলে গেছে।

বিমানবন্দর, ১৯ নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তা জলের তলায়। জলমগ্নতার কারণে অন্ডাল বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে । জল জমে রাস্তার অবস্থা বিপদজনক হয়ে পড়েছে, ফলে গাড়ি চলাচল ব্যহত হয়ে পড়েছে।

আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র কাউন্সিল সদস্য ইন্দ্রানী মিশ্র, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, কাউন্সিলর জিতু সিং সহ সব কাউন্সিলাররা নিজের নিজের এলাকায় তদারকি করছেন। তাদেরকে গোটা পরিস্থিতি উপর নজরে রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, ১২ ঘন্টার বৃষ্টিতে আসানসোল পুরনিগম এলাকার এমন অবস্থার জন্য পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

১২ ঘন্টার বৃষ্টিতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর একেবারেই জলমগ্ন। বাতিল হয়েছে বিমান পরিষেবাও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও দিল্লির তিনটি বিমান চলাচল বাতিল রয়েছে বলেও জানান বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল।

আসানসোলের জামুড়িয়া, রানিগঞ্জের বিভিন্ন এলাকা, কুলটির নিয়ামতপুরের বিভিন্ন এলাকা, দুর্গাপুরে বিভিন্ন এলাকা জলমগ্ন।
বহু বাড়িতে জল ঢুকে গেছে, বহু গাছ পরে গেছে, পুকুরের খাল বিলের জল আর রাস্তার জল একাকার হয়ে গেছে ।

ওদিকে আসানসোলের রেলপারে অবস্থা সবচেয়ে খারাপ। নিজেদের অসতর্কতার খেসারত রেলপারের মানুষ নিজেরাই ভুগছেন। গাড়ুই নদীর জল অনেকটাই বেড়ে গেছে। এলাকার মানুষেরা ওই নদীর পাড় দখল করে ঘরবাড়ি তৈরি করেছে। কারখানার বর্জ্য নদীতে ফেলে দেওয়ার ফলে জল ধারণ ক্ষমতা একদম কমে গেছে । তারফলে ভারি বর্ষণ হলেই নদীর জল উপর দিয়ে বইছে। নদীর উপর জনবসতিপূর্ণ এলাকায় জল ঢুকে পড়েছে । 

মেয়র বিধান উপাধ্যায় শুক্রবার বলেন, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। সবাইকে প্রয়োজনীয় সব নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল পুরনিগমের তরফে এদিন একটি মোবাইল নম্বর দিয়ে হেল্প লাইন চালু করা হয়েছে। কারোর কোন অসুবিধা হলে, সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করতে বলা হয়েছে।

আগামী দুইদিন ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এই পরিস্থিতির উন্নতি হওয়ার কোন সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *