হিরাপুর : হিরাপুরে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্যের দানা বাঁধছে ।পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে ।
হিরাপুর থানা অন্তর্গত রামবাধের বাসিন্দা মুকেশ কুশওয়াহা গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আসানসোলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আসানসোলের বিশিষ্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে তার চিকিৎসাও শুরু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তরফে স্বাস্থ্য সাথী কার্ড জমা করার কথা বলা হয় রোগী পরিজনদের। চিকিৎসক জানান অপারেশনের পর মুকেশবাবু সুস্থ হয়ে উঠবেন।

কিছুটা সমস্যা থাকলেও তা ধীরে ধীরে কাটিয়ে উঠবেন তিনি, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তার বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রবিবার মুকেশ বাবুর পরিচিত কেউ তার সঙ্গে দেখা করতে আসেন। তিনি ফিরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মুকেশ বাবুর মৃত্যু হয়েছে বলে জানানো হয় ।
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। কিন্তু যে মানুষটার বিভিন্ন রকমের টেস্ট করা হল, চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠছিলেন এবং অপারেশনের কথা ছিল, তিনি কিভাবে হঠাৎ মারা গেলেন ?
সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ ।
পুলিশের কাছে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেন তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কী কী চিকিৎসা করা হয়েছে সেই বিষয়ে সমস্ত কাগজপত্র পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।



Be First to Comment