মৃত যুবকের নাম অনন্ত রুইদাস। প্রতীকী ছবি
সংবাদদাতা, রানিগঞ্জ: বাড়ির ভিতরে বন্ধ বাথরুমের দরজা ভেঙে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রানিগঞ্জ থানার বল্লবপুরের সাহেবগঞ্জের অনুরাগ ডাঙায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম অনন্ত রুইদাস (১৯)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জের বল্লভপুরের সাহেবগঞ্জের অনুরাগ ডাঙার বাসিন্দা দীপক রুইদাস এ দিন সকালে অন্যদিনের মতো ঘুম থেকে উঠে বাড়িতে বাথরুম যেতে গিয়ে দেখেন দরজা বন্ধ রয়েছে। তিনি বেশ কয়েকবার দরজার ধাক্কা দিয়ে, জানার চেষ্টা করেন, বাথরুমের ভিতরে কেউ আছে কিনা। কিন্তু কেউ ভিতর থেকে সাড়া দেয়নি ও দরজাও খোলেনি। তাঁর চিৎকারে বাড়ির লোকেরা দৌড়ে আসেন।
এর পর বাথরুমের দরজা ভেঙে ফেলা হলে, দেখা যায়, ভিতরে মেঝের মধ্যে পড়ে আছে অনন্ত রুইদাসের দেহ। বাড়ির লোকেরা দেখেন, তাঁর গলায় দড়ির ফাঁস লাগানো আছে। তাঁরা এও দেখেন, সিলিংয়ের হুঁকে ছেড়া দড়ি ঝুলে রয়েছে। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বল্লভপুর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের বাবা ও পরিবারের সদস্যরা পুলিশকে জানান, অনন্ত রুইদাস বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। কাজ না পাওয়ার জন্যই ঐ যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা বলেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কাজ না পাওয়ায় মানসিক অবসাদে শুক্রবার রাতে কোনো এক সময় বাড়ির লোকেদের অজান্তে বাথরুমে ঢুকে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। পরে দড়ি ছিড়ে পড়ে যান যুবক। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।
Be First to Comment