দুর্গাপুর: ভিন রাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের যুবতীর রহস্য মৃত্যু। তিন বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি রানা (৩২)।
জানা গেছে, মহিলা হস্টেল থেকে উদ্ধার হয়েছে ওই নার্সের পচাগলা দেহ। পরিবারের সূত্রে জানা গিয়েছে, বড়দিনের আগে বিউটির সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল পরিবারের লোকজনদের। তারপর থেকে আর কোনও যোগাযোগ না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন পরিবারের লোকজন। তার জন্যই শুক্রবার ৩ডিসেম্বর বিউটির বাবা পরেশ রানা দেওঘরে যান । সেখানে মহিলা হোস্টেলে গিয়ে তাঁর মেয়ে বিউটির রুমে যান। সেখানে গিয়ে পরেশবাবু দেখেন, রুমের মধ্যে বিউটির মৃতদেহ পড়ে রয়েছে।

প্রতিবেশীরা জানান, বছর ৫-৬ আগে বিউটির বিয়ে হয়। তার চার বছরের এক সন্তান আছে । দু’বছর আগে পর্যন্ত দেওঘরের ওই হস্টেলেই ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন বিউটি। ছেলেকে দেখভালের জন্য একজন মহিলাকে সেখানে রেখেছিলেন। মাস চারেক আগে ওই মহিলা বিউটির ছেলেকে নিয়ে কালীগঞ্জ ফিরে আসে। তারপর থেকে বিউটি একাই হস্টেলে থাকতেন।

এখন কী কারণে বিউটির মৃত্যু, বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। বিউটির মা মিনতি রানা বলেন, তাঁর মেয়ের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না। তবে সহকর্মীদের হিংসা ছিল। সম্ভবত তারাই তাঁর মেয়েকে সরিয়ে দিয়েছে।
বিউটির এই মৃত্যু খুন না আত্মহত্যা তা কেউ বলতে পারছেন না। এই মৃত্যুর পেছনে রহস্য কি, সেই নিয়ে তদন্তে নেমেছে ঝাড়খন্ড পুলিশ।




Be First to Comment