অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: অসুস্থ প্রবীণ রাজনীতিক মুকুল রায়। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুকুলকে।
দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির আঙিনায় আর দেখা যায় না মুকুল রায়কে। তবে একদা রাজ্য–রাজনীতিতে তাঁর হাতযশ ভালই ছিল। তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফেরা মুকুলের রাজনৈতিক অবস্থান এখনও ধোঁয়াশায়। তবে খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক।কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়াদাওয়া করছিলেন না মুকুল। সে কারণেই হয়তো দুর্বল হয়ে পড়েছিলেন। এ ছাড়া প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এদিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান নেতা। পরিস্থিতি বিবেচনা করে তাই তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই মতোই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুকুল রায়ের অসুস্থতার খবর শুনতে পেয়েই হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।




Be First to Comment