জামুড়িয়া : পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার বোগড়া সিনেমা হল মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।
দূর্গাপুরের মেনগেট এলাকার বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম গোরা সোনকার (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দুটো নাগাদ দূর্গাপুরের বাসিন্দা গোরা সোনকার মোটরবাইক নিয়ে আসানসোলের দিক থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় জামুড়িয়া থানার বোগড়া সিনেমা হল মোড়ের কাছে দুর্গাপুর দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ধাক্কা মারে ওই মোটরবাইকে । তাতে দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন মোটরবাইক চালক। আশপাশের লোকেরা দৌড়ে আসার আগে এই ঘটনার পরই পিকআপ ভ্যান নিয়ে চালক দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার খবর জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়িতে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জখম মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে সন্ধ্যার সময় পুলিশের কাছ থেকে খবর পেয়ে মৃত মোটরবাইক চালকের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।
জানা গেছে, মৃত গোরা সোনকারের দূর্গাপুরে দোকান আছে। সেই দোকানের জিনিস কিনতে তিনি আসানসোল বাজারে এসেছিলেন। ফেরার পথে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।
Be First to Comment