অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুড়িয়া: ফিরে পাওয়া অনুষ্ঠানে নিজের মোবাইল নিয়ে নিজেকে দুষলেন ডিসিপি, সেখানে বিধায়ক নিজের মোবাইল হারানোর বিষয় নিয়ে শোনালেন নিজের অভিজ্ঞতার কথা।
সোমবার এমন সব বিষয় লক্ষ্য করা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানা এলাকায়।
মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেলো, কেউ এক বছর, কেউ বা দু’বছর, কেউ আবার ছ’মাস, কেউ আবার মাস তিনেক আগেই নিজের অজান্তেই খুইয়েছিল মোবাইল। নিজের সমস্ত তথ্যের ভাণ্ডারে সমৃদ্ধ থাকা মহামূল্যবান প্রিয় মোবাইল হারিয়ে যাওয়ায়, হতাশ হয়ে পড়েছেন বহু মোবাইলের গ্রাহক। প্রায় প্রত্যেকেই মোবাইল হারিয়ে যাওয়ার পর, তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ।
এবার সেরকমই মোবাইল ফোন হারিয়ে যাওয়া একশোরও বেশি সদস্যকে, পুলিশ প্রশাসন বিশেষভাবে উদ্যোগ নিয়ে, হারিয়ে যাওয়া মোবাইল বিশেষ প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে তা ফিরিয়ে দিলেন প্রকৃত গ্রাহকদের হাতে।
সোমবার সান্ধ্যকালীন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল। আর তার সঙ্গেই জামুড়িয়া এলাকার বিভিন্ন অংশে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা, ক্লাব সংগঠন গুলির আশিটি ৮০টি ফুটবল দলের খেলোয়াড়দের, ফুটবল খেলার জন্য দেওয়া হল দুটি করে মোট ১৬০টি ফুটবল।
ওই অনুষ্ঠানে যে সকল হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার জন্য জামুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছিলেন, সে সকল মোবাইল ভোক্তাদের উপযুক্ত নথি খতিয়ে দেখে ফিরিয়ে দেওয়া হল তাদের হারিয়ে যাওয়া ১০০টির মতো মোবাইল।
এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামুড়িয়া থানা প্রাঙ্গণে হারিয়ে যাওয়া মোবাইল ও ফুটবল দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মিদ্দা, সার্কেল ইন্সপেক্টর রাণীগঞ্জ, সুশান্ত চট্টোপাধ্যায় , জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, বরো চেয়ারম্যান শেখ শানদার, শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সুব্রত অধিকারী, জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখার্জি ও জামুড়িয়া থানা এলাকার বিভিন্ন পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা উপস্থিত হন এই অনুষ্ঠানে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল ফোনের সাধরণ মানুষ। ডিসিপি এ দিন সকলকেই মোবাইল ফোন সমৃদ্ধির কাজে ব্যবহারের জন্য অনুরোধ জানান।
Be First to Comment