Press "Enter" to skip to content

অভিনব প্রচার! আসানসোল লোকসভা কেন্দ্রে ঘুরবে ‘মোদীর গ্যারান্টি গাড়ি’, ফ্ল্যাগ অফ বিজেপির জেলা সভাপতির

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: ভোটারদের মন জয় করতে অভিনব প্রচারে বিজেপি | এ বার লোকসভা নির্বাচনকে সামনে রেখে “মোদীর গ্যারান্টির গাড়ি ” প্রচারে নামানো হল।

বুধবার সকালে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের শীতলায় বিজেপি জেলা পার্টি অফিস থেকে পতাকা দেখিয়ে এই গাড়ির সূচনা করেন।

এই গাড়িটি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলিতে ঘুরবে।
গাড়িতে মোট দুবার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি সারা দেশের জন্য কি কি কাজ করেছেন তার তথ্য দেওয়া হয়েছে একটি লিফলেট আকারে। এর পাশাপাশি নরেন্দ্র মোদী তৃতীয়বারে জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে কী কী কাজ করা প্রয়োজন, তারজন্য জনগণের মতামত ও ইচ্ছা সাধারণ মানুষেরা জানাতে পারবেন এই গাড়িতে থাকা ফর্ম পূরণ করে।

এই প্রসঙ্গে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, “এ দিন “ফ্ল্যাগ অফ” করা হয়েছে মোদীর গ্যারেন্টি গাড়ির। এই গাড়ির মাধ্যমেই মোদীর গ্যারান্টি জনগণকে জানানো হবে। গাড়িতে নরেন্দ্র মোদীর গত দুইবার মেয়াদ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। গাড়িতে কিছু লিফলেটও রয়েছে। যার মাধ্যমে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মেয়াদে তারা কী চায় সে সম্পর্কে তথ্য নেওয়া হবে। সেখানে একটি ড্রপ বক্স রয়েছে। সাধারণ মানুষ আপনারা তাদের ইচ্ছাগুলি লিখে ওই ড্রপ বক্সে দিয়ে দেবেন । যাতে সাধারণ মানুষ কি চাইছেন, সেই ইচ্ছাগুলো নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে সেইসব কাজগুলি সম্পূর্ণ করতে পারেন৷”

বাপ্পা চট্টোপাধ্যায় আরও বলেন, নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির তরফে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেছেন। তার মধ্যে রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বাতিল রয়েছে। সম্প্রতি নরেন্দ্র মোদী সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়ন করার কথা জানিয়েছেন।

তিনি দাবি করেন যে, আগামী দিনে এনআরসিও কার্যকর করা হবে। বিজেপি যে সমস্ত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল তা সব কিছুই শেষ করা হবে। তিনি বলেন, এ দিন এই গাড়িটি আসানসোল উত্তর ও পাণ্ডবেশ্বর বিধানসভায় ঘুরবে। এরপর গাড়িটি আসানসোল লোকসভা কেন্দ্রের বাকি বিধানসভায় ঘুরবে ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *