মাইথন : পুরনো বছর ২০২৪ শেষ হতে চলেছে এবং নতুন বছর ২০২৫ আসতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। নতুন বছর মানে সর্বস্তরের মানুষের কাছে আনন্দ উপভোগ করার সময়। সেই আনন্দ উপভোগ করতে ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে পড়ে পিকনিকের মরশুম।
আর বাংলার মধ্যে পিকনিক স্পট বা অন্যতম পর্যটন কেন্দ্র হল মাইথন ড্যাম্প বা জলধার। প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মাইথনে। এই বছরেও তার যে কোনও ব্যতিক্রম হবে না, তা আর বলার অপেক্ষা রাখেনা।
তাই প্রতি বছরের মত এই বছরেও মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেট তৈরি করা হয়েছে। রবিবার সকালে এক অনুষ্ঠানে সেই গেটের ফিতে কেটে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এছাড়া এদিন তিনি উদ্বোধনের পাশাপাশি মাইথন ড্যাম্প ঘুরে দেখেন ।
তিনি এদিন আসানসোল পুরনিগমের তরফে তৈরি কল্যানেশ্বরী মোড়ে একটি এসি বাসস্ট্যান্ডেরও উদ্বোধন করেন। একইসঙ্গে প্রতাপপুর গ্রামে পঞ্চদশ অর্থ কমিশন বা ফিফটিন ফিনান্স কমিশনের ফান্ড থেকে প্রায় ১৫লক্ষ টাকা ব্যয় করে তৈরি হওয়া রাস্তার কাজের শিল্যানাস করেন। পাশাপাশি মেজলাডি ও রামচন্দ্র পুর গ্রামে একটি করে সাবমার্সেল পাম্পের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, আসানসোল পুরনিগমের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখোপাধ্যায় ,সালানপুর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি সহ আরো অনেকে।




Be First to Comment