অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : আসানসোল পুরনিগমের ৮০ নম্বর ওয়ার্ডে আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরের নেতাজি নগরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, এলাকায় ড্রেন ও নর্দমা ঠিক মতো সাফাই করা হয় না।
এর ফলে আবর্জনা ও জঞ্জালে ড্রেন ও নর্দমা ভর্তি হয়ে গেছে। তাদের আরো অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলারকে এই ব্যাপারে বারবার বলেও কাজের কাজ কিছু হয়নি।
দিন কয়েক আগে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ওই এলাকায় আসেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় তিনি সাফাই না হওয়ার বিষয়টি জানতে পারেন।

এরপর তিনি এলাকার বাসিন্দাদেরকে আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি তিনি নিজে দেখবেন। সেই মতো বিধায়ক অগ্নিমিত্রা পাল মন্ডল ২ র দলের কার্যকর্তাদেরকে সাফাইয়ের বিষয়টি দেখার নির্দেশ দেন। দলের বিধায়কের নির্দেশ মতো বৃহস্পতিবার নেতাজি নগর এলাকায় সাফাই করার কাজে নামেন।
এরপর এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে এই কাজ করান ভিক্কি যাদব, কাজল মন্ডল, সুমন দেবী, মুন্না হাঁড়ি ও সঞ্জয় কুমার।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের এই উদ্যোগ এবং তৎপরতায় স্বাভাবিক ভাবেই খুশি এলাকার বাসিন্দারা।




Be First to Comment