তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল বিবি কলেজে বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন।
প্রকল্পগুলির মধ্যে রয়েছে পড়ুয়া ও অধ্যাপকদের শরীর চর্চার জন্য একটি নবনির্মিত মাল্টি জিম। এর পাশাপাশি তিনি নতুন করে সংস্কার করা বয়েজ হোস্টেল ও একটি লাইব্রেরি উদ্বোধন করেন। পরে মন্ত্রী কলেজের গভর্নিং বডির সঙ্গে বৈঠকও করেন ।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. অমিতাভ বসু বলেন, এ দিন মন্ত্রী মলয় ঘটক কলেজে তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে একটি মাল্টি জিম, একটি নতুন করে নির্মাণ করা বয়েজ হোস্টেল ও লাইব্রেরি | এর আগে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন এসেছিলেন তখন লাইব্রেরি তৈরি হয়েছিল। কিন্তু মন্ত্রী মলয় ঘটক সেই সময় আসতে পারেননি। এ দিন তিনি সেটিরও উদ্বোধন করেন।
ড. বসু আরও বলেন, মাল্টি জিম তৈরিতে ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। অন্যদিকে ১৯৬০ সালের তৈরি হওয়া ৮০ জন ছাত্র থাকার বয়েজ হোস্টেল সংস্কার করতে ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।
এ ছাড়াও কলেজে আধুনিক ব্যবস্থা সহ একটি অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য খরচ হতে পারে আনুমানিক ১০ কোটি টাকার মতো। এ দিনের গভর্নিং বডির বৈঠকে মন্ত্রীর উপস্থিতিতে এই সবকিছু আলোচনা করা হয়েছে।
Be First to Comment