Press "Enter" to skip to content

“মোদী আর দিদি দু’জনেই মিথ্যাবাদী”, পুরুলিয়ার সভায় ঝাঁঝালো মন্তব্য মীনাক্ষীর

প্রবোধ দাস, পুরুলিয়া: জেলার কাশীপুর ব্লকের কাশীপুর হাটতলা মোড়ে সিপিএমের সমাবেশে যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এ ভোট শুধু এমপি ,মন্ত্রীদের ভোট নয়। এই ভোট বাংলার মা-বোনদের হকের ভোট, তাই আপনারা ঠিক করবেন, কাকে ভোটটা দেবেন। সন্দেশখালিতে মা-বোনদের ১২ বারোটার সময় ডেকে তৃণমূলের নেতারা শারীরিক ও মানসিক অত্যাচার করে তা নিজের মুখে স্বীকার করলেন ওই সন্দেশখালি মা-বোনেরা। আর তৃণমূলের নেতারা দাঁত বার করে হাসছেন। ওই নেতাদের প্রশ্ন করুন আপনার বাড়ির কাউকে যদি কোনো নেতা তুলে নিয়ে যায়, তাহলে আপনি এইভাবে হাসবেন তো”?

অন্য দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মীনাক্ষী বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন সবাই বাড়ি পাবে কিন্তু কী হচ্ছে, কতজন বাড়ি পাচ্ছে, কেন সবাই বাড়ি পাচ্ছে না? তা হলে আপনি মিথ্যা কথা বললেন কেন, শুধু কি ভোট নেওয়ার জন্য আর কোটি কোটি টাকা লুট করার জন্য”?

মীনাক্ষীর অভিযোগ, “মোদী আর দিদি দুজনেই মিথ্যাবাদী। বাংলার মানুষদের ১০০ দিনের কাজ টাকা আটকে দিয়েছে আর বলছেন গ্রাম পঞ্চায়েত ও তৃণমূলের নেতারা নাকি চুরি করেছে, আচ্ছা যদি তাই হয়ে থাকে তো আপনারা যারা বিজেপিতে ক্ষমতায় রয়েছেন, তাঁরা কেন ওই এলাকার ওই চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেননি? তা হলে কি আপনারাও ওই চোরের দলেরই লোক। শুধু শুধু গরিব মানুষদের টাকাগুলি আটকে দিয়েছেন মানুষকে হয়রানি করার জন্য। তাই আপনাদের কে মানুষ বুঝে গেছে যে আপনারা মানুষের জন্য নয়, চোর পক্ষে হয়ে মানুষদের বোকা বানাচ্ছেন। বাংলার মানুষ এত বোকা নয়, সব বোঝে। আর তার জবাব দেবে ভোট বাক্সে। শুধু অপেক্ষা করুন।”

এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক প্রদীপ রায় ও পার্টি জেলা সম্পাদকমণ্ডলী সদস্য কাশীনাথ বন্দ্যোপাধ্যায়-সহ অন্য বাম নেতা ও কর্মী-সমর্থকেরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *