অনলাইন কোলফিল্ড টাইমস: ভোটের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। লোকসভা ভোটের চলাকালীন দল ছা়ড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের, দাঁতন বিধানসভার মোহনপুরের বিজেপি নেতা শক্তি নায়েক। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন তিনি।
২০২১ সালের বিধানসভার ভোটে তিনি বিজেপির টিকিটে দাঁতন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শক্তি নায়েক। মাত্র ৬২৩টি ভোটে পরাজিত হন এই বিজেপি নেতা। নিজের এলাকায় ভালো সংগঠন তৈরিতে তাঁর যথেষ্ট বড় ভূমিকা ছিল।
তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য। এহেন নেতা লোকসভা নির্বাচনের কয়েকদিন আগেই দলের সমস্তরকম পদ থেকে ইস্তফা দিলেন। সেইসঙ্গে ছাড়লেন দলও। সাংবাদিক বৈঠক করলেও তিনি অন্য কোনও দলে যোগদান করবেন কিনা, সে বিষয়ে এখনও মুখ খোলেননি।

শক্তি নায়েকের দাবি, ‘ দলে যা চলছে… পুরনোদের ঝেঁটিয়ে বাদ দেওয়া। উপরে নেতারা ২৪-এর জন্য নয়, ২৬-এর জন্য লড়াই করছে গুঁতোগুঁতি করছে ।’ একইসঙ্গে তাঁর দাবি, দলে যোগ্যতার মাপকাঠিতে কোনো পদ দেওয়া হচ্ছে না। উলটে শীর্ষ নেতৃত্বের পদলেহন করলেই পদ মিলছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তিনি একাধিকবার জেলা নেত্রত্বকে জানিয়েছেন, কিন্তু কোনও সুরাহা মেলেনি বলে দাবি করেন শক্তি নায়েক।
দল ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ এই দলে যোগ্যতার কোনও ব্যাপার নেই, চামচাগিরি করতে পারলে নেতা হওয়া যাবে। … আমাকে শুধু একটা জেলা কমিটির সদস্য বানিয়ে দেয়া হয়েছে কাজকর্মে কিছু ডাকা হয় না আমি সেটা সুদাম পণ্ডিত, জেলা সভাপতিকে জানিয়ে দিয়েছি আমি দল ছেড়ে দিচ্ছি।’




Be First to Comment