বার্নপুর : বুধবার বিকালে বার্নপুরে দামোদর নদের তীরে দুটো ছট পুজোর নির্দিষ্ট ঘাটের পরিচ্ছন্নতা পরিদর্শনে যান আসানসোল পুরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় এবং নিকাশি বিভাগের মেয়র পরিষদের সদস্য মানস দাস ও পুরনিগমের অন্য আধিকারিকরা।
মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় জানান, আসানসোল শিল্পাঞ্চলের যেসকল ছট ঘাট আছে তারমধ্যে বার্নপুরের দামোদর নদের তীরে নেহেরু পার্কের পেছনে এবং ভূতাবূড়ী মন্দিরের কাছে দুটো ছট ঘাট প্রসিদ্ধ। এখানে অনেক পূণ্যার্থী পুজো দিতে আসেন।
ছট ঘাটগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা কাজের পরিদর্শনে নিকাশি বিভাগের মেয়র পরিষদের সদস্য মানস দাস সহ পুরনিগমের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এসেছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
Be First to Comment