অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বার্নপুর: বুধবার সকালে বার্নপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।
বার্নপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সম্পাদক সুরিন্দার সিং জানান, “বার্নপুর গুরুদোয়ারা শিখ সম্প্রদায়ের পবিত্র স্থান, সেখানে গুরনানক গার্লস স্কুল এবং একটা প্রাইমারি স্কুলে এলাকার অনেক বাচ্চারা পড়াশোনা করে। বিগত ১৮ বছর ধরে চরণজিৎ সিং নামে এক ব্যাক্তি স্কুল পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, সম্প্রতি ওই চরণজিৎ সিং গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির বিনা অনুমতিতে গুরুদোয়ারা ভবনের উপর স্কুল সম্প্রসারণের নামে ভবন তৈরি করছেন এবং তিনি নিজের ইচ্ছামতো অবৈধ কাজ করে যাচ্ছেন, শিখ সম্প্রদায়ের বিনা অনুমতিতে।”
মেয়র বিধান উপাধ্যায়ের কাছে এই ব্যাপারে অভিযোগ করে এমন ‘অবৈধ’ নির্মাণের ঘটনাটিতে হস্তক্ষেপ করার আবেদন করা হয় | মেয়র বিধান উপাধ্যায় সমস্ত ঘটনার কথা শুনে আশ্বাস দিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Be First to Comment